বৃহস্পতিবার

২৫ এপ্রিল ২০২৪


১২ বৈশাখ ১৪৩১,

১৬ শাওয়াল ১৪৪৫

ডায়াবেটিক রোগীর গ্লুকোজ নির্ণয়ে স্কয়ারের কনটোর প্লাস ওয়ান

ডেস্ক রিপোর্ট || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৪:৫৮, ১৯ জানুয়ারি ২০২২  
ডায়াবেটিক রোগীর গ্লুকোজ নির্ণয়ে স্কয়ারের কনটোর প্লাস ওয়ান

ছবি: স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড

ঢাকা (১৯ জানুয়ারি): রক্তের গ্লুকোজের মাত্রা আরো সহজে ও সঠিকভাবে নির্ণয় করার জন্য স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড নিয়ে এসেছে সুইজারল্যান্ড ভিত্তিক কোম্পানি ‘এসেনশিয়া ডায়াবেটিস কেয়ার’ এর সর্বাধুনিক র্স্মাট গ্লুকোমিটার যা ‘কনটোর প্লাস ওয়ান’ নামে বাজারে পাওয়া যাচ্ছে। উল্লেখ্য, এসেনশিয়া ডায়াবেটিস কেয়ার হচ্ছে বিশ্ববিখ্যাত প্যানাসনিক হেলথকেয়ার হোল্ডিং-এর একটি সহপ্রতিষ্ঠান।

মঙ্গলবার বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ খান আনুষ্ঠানিকভাে কনটোর প্লাস ওয়ান গ্লুকোমিটার-এর মোড়ক উন্মোচন করেন। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে কনটোর প্লাস ওয়ান সম্পর্কিত বৈজ্ঞানিক তথ্যাদি উপস্থাপন করেন ‘এসেনশিয়া ডায়াবেটিস কেয়ার’ এর পক্ষ থেকে জয়ন্ত সাহা (বিজনেস ম্যানেজার, বাংলাদেশ)। এর আগে রক্তের গ্লুকোজের মাত্রা ও ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও পরিমাপের ডিজিটাল প্রযুক্তির গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ খান। অনুষ্ঠানের শেষে ধন্যবাদ জ্ঞাপন বক্তব্য প্রদান করেন মো. আতিকুজ্জামান (জেনারেল ম্যানেজার, মার্কেটিং ডিভিশন, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড)। অনুষ্ঠানে কোম্পানির পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন মাহমুদুর রহমান ভুইয়া (জেনারেল ম্যানেজার, সেলস্, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড) সহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

 

Nagad
Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়