শনিবার

২০ এপ্রিল ২০২৪


৭ বৈশাখ ১৪৩১,

১০ শাওয়াল ১৪৪৫

ব্যাংক থেকে টাকা তোলার অনুমতি পেল ইভ্যালি বোর্ড

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৩:৩৯, ১৬ জানুয়ারি ২০২২   আপডেট: ১৩:৫৪, ১৬ জানুয়ারি ২০২২
ব্যাংক থেকে টাকা তোলার অনুমতি পেল ইভ্যালি বোর্ড

ইভ্যালির লোগো

ঢাকা (১৬ জানুয়ারি): ব্যাংক থেকে ইভ্যালির ২ কোটি ৩৫ লাখ টাকা তোলার অনুমতি পেয়েছে এই ই-কর্মাস প্রতিষ্ঠানটির পরিচালনায় গঠিত বোর্ড। বোর্ডের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন হাইকোর্ট।

সিটি ব্যাংক ও সাউথ ইস্ট ব্যাংকের অ্যাকাউন্ট থেকে এই টাকা তোলা যাবে।

বোর্ডের আবেদনের পরিপ্রেক্ষিতে রবিবার বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের একক হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। 

এ সময় ইভ্যালির এমডি রাসেল ও তার স্ত্রী এখন পর্যন্ত কত অর্থ খরচ করেছে তার তালিকা বাংলাদেশ ব্যাংক ও এনবিআরকে দাখিলেরও নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে ইভ্যালির নামে থাকা ২২টি গাড়ি ভাড়া বা বিক্রি করে দেওয়ারও অনুমতি দিয়েছেন আদালত।

Nagad
Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়