রোববার

১২ মে ২০২৪


২৯ বৈশাখ ১৪৩১,

০৪ জ্বিলকদ ১৪৪৫

কোভিড- ১৯: প্রস্তুত হচ্ছে ডিজিটাল পশুর হাট

সরকারি ডিজিটাল হাটের উদ্বোধন রবিবার

রিয়াজ উদ্দীন || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০৪:৪০, ৪ জুলাই ২০২১   আপডেট: ১৫:৫৯, ৪ জুলাই ২০২১
কোভিড- ১৯: প্রস্তুত হচ্ছে ডিজিটাল পশুর হাট

ছবি: সংগৃহীত

ঢাকা (০৩ জুলাই): কোরবানির ঈদের জন্য ভার্চুয়াল পশুরহাটগুলোর প্রস্তুতি চলছে পুরোদমে। এবার করোনাভাইরাসের প্রকোপ বৃদ্ধি এবং চলমান কঠোর লকডাউনের কারণে ডিজিটাল হাট সংশ্লিষ্টরা মনে করছেন কেনাকাটা রেকর্ড ছাড়াবে। রবিবার সরকারি উদ্যোগে পরিচালিত ডিজিটাল হাটের উদ্বোধন করা হবে।

এ বছর ডিজিটাল হাট বাস্তবায়ন করছে যৌথভাবে বাণিজ্য মন্ত্রণালয়, ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি), ই-কমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) এবং বাংলাদেশ ডেইরি ফার্ম এসোসিয়েশন। এতে কারিগরি সহায়তা দিচ্ছে সরকারের এটুআই প্রকল্প।

ই-ক্যাবের সাধারণ সম্পাদক আবদুল ওয়াহেদ তমাল বিজনেস ইনসাইডার বাংলাদেশ’কে বলেন, এবার অনলাইন প্লাটফরমে গরু বেশি বিক্রি হবে বলে আশা করছি। কোভিড-১৯ এবং চলমান লকডাউনের কারণে মানুষ এবার অনলাইন থেকে গরু কিনবে বেশি। রবিবার ডিজিটাল হাট উদ্বোধন করবে সরকার।

ই-ক্যাবের তথ্য অনুযায়ী, গতবছর অনলাইনে ২৭ হাজার কোরবানির পশু বিক্রি হয়েছে। ধারণা করা হয় আরো অন্তত লাখখানেক পশু পরোক্ষভাবে বিভিন্ন অনলাইন শপে বিক্রি হয়েছে। পাঁচ লাখ গরু-ছাগল-ভেড়ার ছবি ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে প্রদর্শিত হয়েছে।

খামারীরা বলছেন, এবার তারা ইতিমধ্যেই অভূতপূর্ব সাড়া পাচ্ছেন। সোশ্যাল মিডিয়াসহ অনলাইন প্লাটফরম থেকে মানুষ গরু-ছাগলের খোঁজ পেয়ে খামারে আসছেন। খামার থেকেই তারা গরু কিনছেন।

বাংলাদেশ অর্গানিক লিমিটেডের স্বত্ত্বাধিকারী সারোয়ার মুজিব এডিসন বিজনেস ইনসাইডার বাংলাদেশ’কে বলেন, গতবারও অনলাইনে বিক্রি করেছি। কিন্তু কিছু মানুষের ঝোঁক থাকে হাটে গিয়ে দেখে গরু কেনার। কিন্তু এবার যে রেসপন্স পাচ্ছি সেটা অভাবনীয়। নিজের গরুর বাইরেও এখন ক্ষুদ্র খামারীদের গরুর বিক্রি করছি।

সারোয়ার মুজিব এডিসন বলেন, ঢাকা শহরে অনেকে ঝামেলা মুক্ত থাকতে চায়। তারা গরু কিনে বাসায় না নিয়ে যদি ক্রেতার নির্ধারিত স্থানেই রাখতে পারে, সেটা তাদের জন্য ভালো হয়। আমি সব ধরনের ব্যবস্থাই রেখেছি।

অনুভব অ্যাগ্রোর পরিচালক আলাল উদ্দিন বিজনেস ইনসাইডার বাংলাদেশ’কে বলেন, এবার খামারীরা গরুর দাম বেশি পাবে। এবার ঘাসের উৎপাদন ভালো হয়নি। দানাদার খাবারেরও দাম বেশি। এছাড়া ভারত থেকে গরু এবার আসবে না।

ব্যক্তি উদ্যোগে যারা গরু পালন করতেন, তারা রোজার ঈদের আগেই গরু বিক্রি করে দিয়েছেন। তাই খামারীরা আশা করছেন এবার ভালো দাম পাবেন।  

খামারে ক্রেতা আসা শুরু হয়েছে জানিয়ে আলাল উদ্দিন বলেন, ফেসবুকে, হোয়াটসঅ্যাপে বা ইমেইলে ক্রেতাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল।

এবার করোনাভাইরাসের কারণে অনলাইন থেকে পশু কিনতে জনসাধারণকে উৎসাহ দেবে সরকার। সম্প্রতি গণমাধ্যমে এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী সচিবালয়ে সাংবাদিকদের বলেছেন, আসছে কোরবানির ঈদ। শুধু বাড়ি ফেরা নয়, এর সঙ্গে যুক্ত হবে গরুর হাট ব্যবস্থাপনার চ্যালেঞ্জ। এর মধ্যেই সীমিত পরিসরে হাট বসানোর ঘোষণা এসেছে। তবে অনলাইনে গরু কেনাবেচার বিষয়টিকে উৎসাহ দিতে চায় সরকার।

সরকারি-বেসরকারি যত ভার্চুয়াল পশুর হাট: সরকারি অনলাইন ডিজিটাল হাট (www.digitalhaat.net) ঘুরে দেখা যায়, এ প্লাটফরমে গরু আসতে শুরু করেছে। যে কেউ এখানে নিবন্ধন করে গরু কেনাবেচা করতে পারেন। হোম ডেলিভারি ও কসাইয়ের জন্য একটি নাম্বারও দেওয়া আছে সাইটে। প্রয়োজনে ক্রেতাদের সেখানে যোগাযোগ করতে বলা হয়েছে।

সরকারি ডিজিটাল হাটে নিবন্ধনের পর ব্যবহারকারীরা পশুর ছবি, ভিডিও ও অন্যান্য তথ্য আপলোড করতে পারবে। এসব ছবি ও তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে প্রচার করবে সরকার।

বেঙ্গল মিটের পশুর হাটেও পশু সমারোহ বাড়তে শুরু করেছে। বেঙ্গল মিটের হাট (qurbani.bengalmeat.com) ঘুরে দেখা যায়, তাদের গরুর বিশেষত্ব তুলে ধরা হয়েছে। ফার্মের ছবি দেওয়া আেছে। এখনই বিক্রি উপযোগী কিছু গরু ডিসপ্লে করা আছে। গত বছরের কাস্টমারদের কারো কারো ফিডব্যাক দেওয়া আছে।

বহুজাতিক ই-কমার্স প্রতিষ্ঠান দারাজও প্রস্তুত হচ্ছে। তাদের কোরবানীর হাটের পেইজে গিয়ে দেখা গেল তারা বলছে, তাদের পশু শতভাগ অর্গানিক। গ্রাম বাংলার আলো-ছায়ায় ঘরোয়া পরিবেশে পালিত।

ঈদুল আজহা উপলক্ষ্যে বিক্রয় ডটকমেও বিভিন্ন ব্যবসায়ী ও খামারী ইতিমধ্যে তাদের গরু ডিসপ্লে করা শুরু করেছেন। গরুর পাশাপাশি ছাগলও দেখা যাচ্ছে বিক্রয় ডটকমে।

কেউ গরু কিনতে চাইলে বিক্রয় ডটকমের নিজস্ব ব্যবস্থাপনায় ডেলিভারি নেওয়ার সুযোগ রয়েছে। এক্ষেত্রে পশুর আকারভেদে ডেলিভারি চার্জ নির্ধারিত হবে।

প্রিয় শপ ডটকমের কোরবানির গরুর পেজে গিয়ে দেখা গেল এখন পর্যন্ত গরুর চেয়ে ছাগলের সংখ্যা বেশি। ঢাকাসহ সারাদেশের ক্রেতাদের হোম ডেলিভারির ব্যবস্থাও রয়েছে প্রিয়শপ ডটকমে।

 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়