শনিবার

১১ মে ২০২৪


২৮ বৈশাখ ১৪৩১,

০৩ জ্বিলকদ ১৪৪৫

টিসিবি’র পণ্য বিক্রি ৫ জুলাই শুরু

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০২:২৮, ২ জুলাই ২০২১  
টিসিবি’র পণ্য বিক্রি ৫ জুলাই শুরু

ছবি: সাশ্রয়ী মূল্যে টিসিবির ট্রাক সেল

ঢাকা (০১ জুলাই): আগামি পাঁচ জুলাই থেকে সারাদেশে শুরু হবে ওএমএস’র ট্রাক সেল কার্যক্রম। চলমান কঠোর লকডাউনে নিম্ন আয়ের মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে টিসিবি’র এ কার্যক্রম চলবে ১৮ জুলাই পর্যন্ত।

ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর মুখপাত্র মো. হুমায়ূন কবির বিষয়টি নিশ্চিত করছেন।

হুমায়ূন কবির বিজনেস ইনসাইডার বাংলাদেশ’কে বলেন, পাঁচ জুলাই থেকে ট্রাক সেল কার্যক্রম শুরু হয়ে চলবে ১৮ জুলাই পর্যন্ত। পরবর্তীতে পরিস্থিতি দেখে এ কার্যক্রম বাড়ানোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি জানান, ঢাকা শহরসহ সারাদেশে কতটি স্থানে পণ্য বিক্রি এবং একজন ক্রেতা কি পরিমাণ পণ্য কিনতে পারবেন তা আগামি দুই-তিন দিনের মধ্যে গণমাধ্যমকে বিস্তারিত জানানো হবে।

টিসিবির মুখপাত্র আরও জানান, চলমান লকডাউনে এ কার্যক্রম স্বাস্থ্যবিধি মেনে ও নিরাপদ দূরত্ব বজায় রেখে পরিচালনা করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নজর রাখবে।

কারওয়ানবাজার ট্রাক সেলের ডিলার গাজী আশরাফ বিজনেস ইনসাইডার বাংলাদেশ’কে জানান, চলমান কঠোর লকডাউনে ট্রাক সেল কার্যক্রম পরিচালনা করার জন্য কর্মীদের নির্দিষ্ট ড্রেস করা হচ্ছে। ফলে ট্রাক সেল কর্মীদের দেখলেই চেনা যাবে এবং তাদের কোনো সমস্যা না।

উল্লেখ্য, গত ৬ জুন করোনা পরিস্থিতিতে সাশ্রয়ী মূল্যে সারাদেশে পণ্য বিক্রি শুরু করেছিল টিসিবি। তাদের এ কার্যক্রম ১৭ জুন পর্যন্ত অব্যাহত ছিল।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়