শনিবার

২৭ এপ্রিল ২০২৪


১৪ বৈশাখ ১৪৩১,

১৮ শাওয়াল ১৪৪৫

ইভ্যালিসহ ১০ ই-কমার্সে কার্ড ব্যবহারে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০১:১২, ২৪ জুন ২০২১   আপডেট: ০১:৩১, ২৪ জুন ২০২১
ইভ্যালিসহ ১০ ই-কমার্সে কার্ড ব্যবহারে নিষেধাজ্ঞা

ছবি: সংগৃহীত

ঢাকা (২৩ জুন): ইভ্যালি ও আলেশা মার্টসহ ১০টি ই-কমার্স সাইট থেকে ক্রেডিট, ডেবিট ও প্রিপেইড কার্ডের মাধ্যমে কেনাকাটায় নিষেধাজ্ঞা আরোপ করেছে ব্র্যাক ব্যাংক। এদিকে সিটি ব্যাংকের আমেরিকান এক্সপ্রেস (এমেক্স) কার্ড দিয়ে অনলাইন কেনাকাটা না করার পরামর্শ দেওয়া হয়েছে।

বিভিন্ন অনলাইন মার্কেটে কেনাকাটার ক্ষেত্রে বিভিন্ন অভিযোগ ওঠার পরিপ্রেক্ষিতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ব্র্যাক ব্যাংকের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট এবং হেড অব কমিউনিকেশন ইকরামুল কবির বিজনেস ইনসাইডার বাংলাদেশ’কে বলেন, ‘কার্ড ব্যবহার করে উল্লেখিত অনলাইন মার্কেট থেকে কেনাকাটা করা থেকে বিরত থাকার জন্য বার্তা পাঠিয়ে গ্রাহকদের আহবান জানিয়েছি। কৌশলগত কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

ব্র্যাক ব্যাংকের নিষেধাজ্ঞার তালিকায় থাকা ইভ্যালি ও আলেশা মার্ট ছাড়াও অন্য প্রতিষ্ঠানগুলো হলো আলাদিনের প্রদীপ, কিউকম, ই-অরেঞ্জ, সিরাজগঞ্জ শপিং, আদিয়ান মার্ট, বুম বুম, নিডস ডট কম বিডি ও ধামাকা শপিং।

এদিকে সিটি ব্যাংক কর্তৃপক্ষ মঙ্গলবার এক নির্দেশনায় জানিয়েছে, আমেরিকান এক্সপ্রেস (এমেক্স) কার্ড দিয়ে অনলাইন কেনাকাটা করে কোনো ধরনের প্রতারণার শিকার হলে সিটি ব্যাংক দায়ী থাকবে না।

নির্দেশনায় আরো বলা হয় ইভ্যালি, আলেশা মার্ট, ধামাকা শপিং, ই-অরেঞ্জ ও সিরাজগঞ্জ শপিং এই পাঁচ সাইটে গিয়ে কেনাকাটায় কোনো ধরনের প্রতারণার শিকার হলে সিটি ব্যাংক দায়ী থাকবে না।

Nagad
Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়