রোববার

২৮ এপ্রিল ২০২৪


১৫ বৈশাখ ১৪৩১,

১৯ শাওয়াল ১৪৪৫

ভারত থেকে চাল আমদানির প্রস্তাব অনুমোদন

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০০:০৫, ২৪ জুন ২০২১  
ভারত থেকে চাল আমদানির প্রস্তাব অনুমোদন

৫০ হাজার টন চাল আমদানির প্রস্তাব অনুমোদন (ফাইল ছবি)

ঢাকা (২৩ জুন): সরকার ভারত থেকে প্রায় ১৭০ কোটি টাকা ব্যয়ে ৫০ হাজার টন চাল আমদানির খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তাব অনুমোদন করেছে অর্থনীতি বিষয়ক মন্ত্রিসভা কমিটি। করোনা ভাইরাসের সম্ভাব্য তৃতীয় ঢেউয়ের পরিপ্রেক্ষিতে দেশে চালের মজুত বাড়াতেই এ অনুমোদন দেওয়া হয়েছে।  

মন্ত্রিসভা বৈঠকের পর বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব শামসুল আরিফিন বলেছেন, খাদ্য মন্ত্রণালয় ১৬৯ কোটি ৫৫ লাখ টাকা ব্যয়ে ৫০ হাজার টন চাল আমদানি করবে।

তিনি আরও বলেন, ভারতের চাল সরবরাহকারী প্রতিষ্ঠান এম/এস বাগাড়িয়া ব্রাদার্স প্রাইভেট লিমিটেডকে ইতোমধ্যে মংলা বন্দরের মাধ্যমে প্রতি টন ৩৯৯ দশমি ৯০ ডলারে চাল সরবরাহের জন্য নির্বাচন করা হয়েছে।

সরকার ইতোমধ্যে ভারত থেকে সাড়ে ১১ লাখ টন চাল আমদানির জন্য বিভিন্ন সরবরাহকারীর সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে। এর মধ্যে প্রায় সাড়ে ৬ লাখ টন চাল ইতিমধ্যে দেশে পৌঁছেছে।

 

Nagad
Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়