শনিবার

২০ এপ্রিল ২০২৪


৭ বৈশাখ ১৪৩১,

১০ শাওয়াল ১৪৪৫

উদ্ধার অভিযান ফের শুরু: ৩ ঘণ্টা চেষ্টায় একটি কাভার্ডভ্যান উদ্ধার

মানিকগঞ্জ প্রতিনিধি || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৪:০৩, ২৮ অক্টোবর ২০২১  
উদ্ধার অভিযান ফের শুরু: ৩ ঘণ্টা চেষ্টায় একটি কাভার্ডভ্যান উদ্ধার

ছবি: বিজনেস ইনসাইডার বাংলাদেশ

মানিকগঞ্জ (২৮ অক্টোবর): মানিকগঞ্জের পাটুরিয়ায় উল্টে যাওয়া আমানত শাহ ফেরি উদ্ধার অভিযান ফের শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় ফায়ার সার্ভিস, নৌবাহিনী, কোস্টগার্ড ও বিআইডব্লিউটিএর সদস্যরা এ উদ্ধার অভিযানে নামে।

এদিকে, তিন ঘণ্টা চেষ্টার পর পাটুরিয়ায় ডুবে যাওয়া ফেরি শাহ আমানত থেকে একটি কাভার্ডভ্যান উদ্ধার করেছে তারা।

সকাল সাড়ে ১১টার দিকে উদ্ধারকারী জাহাজ হামজা কাভার্ডভ্যানটি উদ্ধার করে। এর আগে, গতকাল বুধবার রাত সাড়ে ৮টায় উদ্ধার কাজ বন্ধ রাখে কর্তৃপক্ষ।

মানিকগঞ্জ জেলা প্রশাসক আব্দুল লতিফ জানান, গতকাল চারটি ট্রাক ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। আজ একটি কাভার্ডভ্যান উদ্ধার করা হয়েছে। অপরদিকে উদ্ধারকারী জাহাজ প্রত্যয় সন্ধ্যার মধ্যে আসার সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, গতকাল বুধবার সকাল সাড়ে ৯টার দিকে কিছু যানবাহন নিয়ে ডুবে যায় ফেরি শাহ আমানত।

Nagad
Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়