শুক্রবার

২৯ মার্চ ২০২৪


১৫ চৈত্র ১৪৩০,

১৯ রমজান ১৪৪৫

নরসিংদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে গুলিতে দুইজন নিহত

নরসিংদী সংবাদদাতা || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৩:৩৬, ২৮ অক্টোবর ২০২১  
নরসিংদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে গুলিতে দুইজন নিহত

নরসিংদীর রায়পুরার ঘটনায় হাসপাতালে আহত-নিহত স্বজনদের ভিড়

নরসিংদী (২৮ অক্টোবর): নরসিংদীর রায়পুরায় চরাঞ্চল কাচারীকান্দীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ৩০ জন।

আজ বৃহস্পতিবার সকালে রায়পুরা উপজেলার পাড়াতলী ইউনিয়নের কাচারীকান্দী গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন কাচারীকান্দী গ্রামের মলফত আলীর ছেলে সাদিব মিয়া (২৬) ও আসাদ মিয়ার ছেলে হিরণ মিয়া (৩৫)। 

আহত ব্যক্তিদের রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নরসিংদী সদর হাসপাতালসহ বিভিন্ন জায়গায় চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, কাচারীকান্দী গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন যাবত শাহ আলম মেম্বার গ্রুপ ও প্রবাসী শাহ আলম ওরফে ছোট শাহ আলম গ্রুপের মধ্যে বিবাদ চলছিল। এরই জের ধরে বৃহস্পতিবার ভোরে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং গুলি ছোড়ার ঘটনা ঘটে। এ সময় প্রবাসী শাহ আলম গ্রুপের দুইজন ঘটনাস্থলেই নিহত হন। এ ছাড়া,  উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন। 

রায়পুরা সার্কেলের এএসপি সত্যজিৎ ঘোষ গণমাধ্যমকে ঘটনার সত্যতা স্বীকার করেন। তিনি জানান, ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Nagad
Walton

সর্বশেষ