শনিবার

২০ এপ্রিল ২০২৪


৭ বৈশাখ ১৪৩১,

১০ শাওয়াল ১৪৪৫

ত্রিশালে সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত ৬, আহত ১০

ময়মনসিংহ প্রতিনিধি || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০০:৪৯, ১৭ অক্টোবর ২০২১   আপডেট: ০০:৫০, ১৭ অক্টোবর ২০২১
ত্রিশালে সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত ৬, আহত ১০

ছবি: বিজনেস ইনসাইডার বাংলাদেশ

ময়মনসিংহ (১৬ অক্টোবর): ময়মনসিংহের ত্রিশালে সড়কে দাঁড়িয়ে থাকা পাথরবোঝাই ট্রাকে যাত্রীবাহী বাসের ধাক্কায় ঘটনাস্থলেই ২ শিশু ও ২ নারীসহ মোট ৬ জন নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন কমপক্ষে আরও ১০ জন। 

আজ শনিবার বিকেল সাড়ে ৩টার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশার উপজেলার চেলেরঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

ত্রিশাল থানার ইনচার্জ (ওসি)  মাঈন উদ্দীন তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ময়মনসিংহের উদ্দেশে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস আজ বিকেলে নিয়ন্ত্রণ হারিয়ে ত্রিশালের চেলেরঘাট এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পাথরবোঝাই ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ২ শিশু,২ নারীসহ ৬ জন নিহত হন। এ সময় গুরুতর আহত হন আরও কমপক্ষে ১০ জন। আহতদের স্থানীয় হাসপাতাল, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও কমিউনিটি বেজড মেডিকেল কলেজ হাতপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

এ দুর্ঘটনার পর থেকে বাস ও ট্রাকের চালক পলাতক রয়েছে। স্থানীয় পুলিশ জানিয়েছে, তারা নিহতদের পরিচয় সনাক্তে কাজ করছেন। এ দুর্ঘটনায় উদ্ধারকাজে পুলিশের পাশাপাশি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরাও কাজ করে যাচ্ছেন।
 
উল্লেখ্য, দুর্ঘটনার পর এক ঘণ্টারও বেশি সময় মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।

Nagad
Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়