শনিবার

২০ এপ্রিল ২০২৪


৭ বৈশাখ ১৪৩১,

১১ শাওয়াল ১৪৪৫

পূজা মণ্ডপে হামলা: শনিবার চট্টগ্রামে অর্ধদিবস হরতাল

চট্টগ্রাম ব্যুারো || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২২:৩৯, ১৫ অক্টোবর ২০২১   আপডেট: ০০:২৮, ১৬ অক্টোবর ২০২১
পূজা মণ্ডপে হামলা: শনিবার চট্টগ্রামে অর্ধদিবস হরতাল

গ্রাফিক্স:বিজনেস ইনসাইডার বাংলাদেশ

চট্টগ্রাম (১৫ অক্টোবর): আগামীকাল শনিবার চট্টগ্রামে অর্ধদিবস হরতালের ঘোষণা দিয়েছে সর্বজনীন পূজা উদযাপন কমিটি। শুক্রবার বন্দর নগরীর আন্দরকিল্লায় একটি পূজা মণ্ডপে হামলার প্রতিবাদে এ হরতাল ডাকা হয়েছে।

সর্বজনীন পূজা উদযাপন কমিটির সভাপতি আশিষ কুমার ভট্টাচার্য বিজনেস ইনসাইডার বাংলাদেশকে জানান, পূজা মণ্ডপে হামলার প্রতিবাদে তারা সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হরতাল পালন করবেন।

কুমিল্লার ঘটনার পর একদল বিক্ষোভকারী শুক্রবার জুমার নামাজের পর আন্দরকিল্লা মন্দিরে দিকে মিছিল করে যায় এবং আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে মণ্ডপ ভাঙচুর করে।

ওই হামলার পরপরই হিন্দু সম্প্রদায়ের লোকজন রাস্তায় নেমে অবস্থান কর্মসূচি পালন করে। পরে, তারা আগামীকাল অর্ধদিবস হরতাল পালনের ঘোষণা দেন।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দিন এই প্রতিবেদককে বলেন, পুলিশের সঙ্গে একদল বিক্ষোভকারীর সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড গুলি ছুড়েছে এবং কমপক্ষে ৫০ জন বিক্ষোভকারীকে আটক করেছে।

এ ঘটনার পর বন্দর নগরী এবং এর আশেপাশের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

 

Nagad
Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়