শনিবার

২০ এপ্রিল ২০২৪


৭ বৈশাখ ১৪৩১,

১১ শাওয়াল ১৪৪৫

বগুড়ায় একদিনে করোনা ইউনিটে সর্বোচ্চ ২৬ মৃত্যু

বগুড়া প্রতিনিধি || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৮:৪২, ২৪ জুলাই ২০২১  
বগুড়ায় একদিনে করোনা ইউনিটে সর্বোচ্চ ২৬ মৃত্যু

ছবি: সংগৃহীত

বগুড়া (২৪ জুলাই): গত ২৪ ঘণ্টায় বগুড়ার বিভিন্ন হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ২৬ জনের মৃত্যু হয়েছে। এটি জেলাটির এখনো পর্যন্ত একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

আজ শনিবার দুপুরে ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, জেলার বিভিন্ন হাসপাতালের করোনা ইউনিটে মৃত ২৬ জনের মধ্যে সংক্রমণের উপসর্গ নিয়ে ১৮ জন ও করোনায় আক্রান্ত হয়ে ৮ জন মারা গেছেন। 

তিনি আরও জানান, এ সময়ে ৩৪৫টি নমুনা পরীক্ষা করে ১৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৪১ দশমিক ৭৩ শতাংশ।

মোস্তাফিজুর রহমান জানান, গত একদিনে বগুড়ায় সুস্থতা লাভ করেছেন ১২৬ জন। আর বগুড়া জেলায় বর্তমানে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত রোগীর সংখ্যা ১ হাজার ৯০৯ জন।

Nagad
Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়