শুক্রবার

১৯ এপ্রিল ২০২৪


৬ বৈশাখ ১৪৩১,

১০ শাওয়াল ১৪৪৫

খুলনা বিভাগে করোনায় ৩০ জনের মৃত্যু

খুলনা ব্যুরো || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২২:৩০, ২৩ জুলাই ২০২১   আপডেট: ২২:৩৩, ২৩ জুলাই ২০২১
খুলনা বিভাগে করোনায় ৩০ জনের মৃত্যু

ফাইল ছবি

খুলনা (২৩ জুলাই):  খুলনা বিভাগে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা কিছুটা কমেছে। তবে  বেড়েছে  করোনা আক্রান্ত রোগীল শনাক্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় বিভাগটিতে এ ভাইরাসে আক্রান্ত হয়ে ৩০ জন মারা গেছেন। এ সময়ে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ৩৬১ জন।

আজ শুক্রবার দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে। 

এর আগের ২৪ ঘণ্টায় বিভাগটিতে ৪০ জনের মৃত্যু এবং ২১৩ জনের করোনা শনাক্ত হয়েছিল।

স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্র জানা যায়,  খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে  সর্বোচ্চ কুষ্টিয়া জেলায় ১১ জন মারা যান। এ ছাড়া, খুলনা জেলা ও যশোর জেলায় ৫ জন করে, মেহেরপুর ও চুয়াডাঙ্গায় ৩ জন করে, মাগুরায় ২ জন ও ঝিনাইদহে ১ জনের মৃত্যু হয়।


প্রসঙ্গত, খুলনা বিভাগে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। এ পর্যন্ত বিভাগটির ১০ জেলায় মোট করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৮৫ হাজার ৫৩৫ জন। করোনায় মারা গেছেন ২ হাজার ৯৩ জন। এছাড়া, এ সময়ে সুস্থতা লাভ করে বাড়ি ফিরেছেন ৫৯ হাজার ১১৫ জন।

Nagad
Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়