শুক্রবার

১৯ এপ্রিল ২০২৪


৬ বৈশাখ ১৪৩১,

০৯ শাওয়াল ১৪৪৫

কুষ্টিয়ায় এক সপ্তাহের লকডাউন শুরু

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৭:৪৩, ২১ জুন ২০২১   আপডেট: ১৮:২৪, ২১ জুন ২০২১
কুষ্টিয়ায় এক সপ্তাহের লকডাউন শুরু

কুষ্টিয়া জেলা। সংগৃহিত ছবি

কুষ্টিয়া (২১ জুন): করোনা পরিস্থিতি ক্রমশ অবনতি হওয়ায় কুষ্টিয়ায় ঘোষিত ২৭ জুন পর্যন্ত ‘কঠোর লকডাউন’ গত রাত ১২টা ১ মিনিট থেকে শুরু হয়েছে। এর আগে, গতকাল রাত আটটার দিকে কুষ্টিয়া জেলা  প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম এ বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করেন।

কুষ্টিয়া জেলা প্রশাসনের ওই গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জেলায় সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান, শিল্প কারখানা, শপিংমল, দোকান, রেস্তোরাঁ ও চায়ের দোকান বন্ধ থাকবে। অবশ্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান ও কাঁচাবাজার এবং ওষুধের দোকান সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে খোলা রাখা যাবে। 

আরও বলা হয় আন্তঃজেলা ও দূরপাল্লার গণপরিবহন বন্ধ থাকবে। ইজিবাইক, থ্রি–হুইলারসহ সব যান্ত্রিক যানবাহন বন্ধ থাকবে। এবং এ সময় সব সাপ্তাহিক হাট ও গরুর হাট বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অতি জরুরি প্রয়োজন ছাড়া কোনোভাবেই বাড়ির বাইরে বের হওয়া যাবে না। জরুরি প্রয়োজনে যারা ঘর থেকে বের হবেন, তাদের অবশ্যই মাস্ক পরতে হবে। এ ছাড়া, আইন-শৃঙ্খলা এবং জরুরি পরিষেবা চালু থাকবে। এসব প্রতিষ্ঠানের কর্মচারী ও যানবাহন এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।

Nagad
Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়