বৃহস্পতিবার

২৫ এপ্রিল ২০২৪


১২ বৈশাখ ১৪৩১,

১৬ শাওয়াল ১৪৪৫

খুলনা মেডিকেলে করোনা ইউনিটে রেকর্ড ১১ জনের মৃত্যু

খুলনা ব্যুরো || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৮:৫৯, ১৯ জুন ২০২১  
খুলনা মেডিকেলে করোনা ইউনিটে রেকর্ড ১১ জনের মৃত্যু

ফাইল ছবি

খুলনা (১৯ জুন): গত ২৪ ঘণ্টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ১১ জনের মৃত্যু হয়েছে। এটাই এই হাসপাতালে এ পর্যন্ত সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এরমধ্যে ৮ জন করোনায় ও ৩ জনের মৃত্যু হয়েছে করোনা উপসর্গে।

খুলনা করোনা হাসপাতালের ফোকালপার্সন ডা. সুহাস রঞ্জন হালদার শনিবার সকালে গণমাধ্যমকে এ তথ্য জানান।

ডা. সুহাস রঞ্জন হালদার জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালটির করোনা ইউনিটের রেড জোনে ৮ জনের এবং ইয়ালো জোনে ৩ জনের মৃত্যু হয়েছে। 

তিনি আরও জানান, এ সময়ে নতুন করে ভর্তি হয়েছেন ৪১ জন। এ ছাড়া সুস্থতা লাভ করে বাড়ি ফিরেছেন ৪৪ জন। এবং আইসিইউতে রয়েছেন ১৯ জন।  

হাসপাতালটির সূত্রে জানায়, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় যারা মারা গেছেন তারা হলেন— খুলনার নগরীর লবণচরা এলাকার শাহজাহান (৪৯), রূপসার আবুল হোসেন (৬০), যশোর কেশবপুরের আলেয়া (৬০), কেশবপুরের মিজানুর রহমান (৫৮), সাতক্ষীরার কলারোয়ার সাবদুল (৫১), কলারোয়ার আব্বাস গাজী (৬২), পিরোজপুরের মঠবাড়িয়ার মিনারা বেগম (৫৫) ও কালিগঞ্জের শেখ আইয়ুব আলী (৫৮) । এছাড়া উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে।

Nagad
Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়