শনিবার

২০ এপ্রিল ২০২৪


৭ বৈশাখ ১৪৩১,

১১ শাওয়াল ১৪৪৫

চুরির অপবাদে শিশুকে গাছে বেঁধে নির্যাতন, আটক ২

ময়মনসিংহ প্রতিনিধি || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৮:৩২, ১১ জুন ২০২১   আপডেট: ১৮:৫৪, ১১ জুন ২০২১
চুরির অপবাদে শিশুকে গাছে বেঁধে নির্যাতন, আটক ২

ছবি: চুরির অপবাদে শিশুকে গাছে বেঁধে নির্যাতন

ময়মনসিংহ (১১ জুন): ময়মনসিংহের গৌরীপুরে ৯ বছর বয়সী এক স্কুলছাত্র শিশুকে মোবাইল চুরির অপবাদে গামছা ও রশি দিয়ে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মা-ছেলেও আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ওই নির্যাতনের ভিডিও ছড়িয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে এ ঘটনার সঙ্গে জড়িত গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের মৃত বারেক ডাকাতের স্ত্রী ফাতেমা বেগম ও তার ছেলে হিমেলকে আটক করে।

এর আগে গত ৪ জুন দুপুরে গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের মধুবন আদর্শ গ্রামে (গুচ্ছগ্রাম) ওই শিশু নির্যাতনের ঘটনা ঘটে। প্রথমে বিষয়টি স্থানীয়দের মাঝে সীমাবদ্ধ থাকলেও বৃহস্পতিবার ফেসবুকে ওই নির্যাতনের একটি ভিডিও ছড়িয়ে পড়ে।

নির্যাতনের শিকার শিশুটি গৌরীপুরের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র।

নির্যাতনের শিকার শিশুর বাবা বলেন, ‘শুক্রবার (০৪ জুন) দুপুরে বাড়ি থেকে আমার ছেলেকে ডেকে নিয়ে যায় নির্যাতনকারী ফাতেমা ও ছেলে হিমেল। তাদের বাড়িতে নিয়ে মোবাইল চুরির অপবাদ দিয়ে গাছের সঙ্গে রশি ও গামছা দিয়ে বেঁধে আমার ছেলেকে তারা অমানবিকভাবে মারধর করে। আমি খবর পেয়ে স্থানীয় লোকজনের সহযোগিতায় ছেলেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসি। পরে স্থানীয়ভাবে বিচারের আশ্বাসে নির্যাতনের ঘটনাটি গোপন রেখেছিলাম।’

গৌরীপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বলেন, ‘ঘটনাটি জানার পর তাৎক্ষণিকভাবে ঘটনার সঙ্গে জড়িত মা ও ছেলেকে আটক করা হয়েছে।’

গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাসান মারুফ এ ব্যাপারে বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক ও স্থানীয় লোকজনের মাধ্যমে বৃহস্পতিবার এ ঘটনার বিষয়ে অবগত হয়ে গৌরীপুর থানার পুলিশকে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য জানানো হয়েছে।’

 

Nagad
Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়