শনিবার

২০ এপ্রিল ২০২৪


৭ বৈশাখ ১৪৩১,

১১ শাওয়াল ১৪৪৫

কমিশনের ওপর কোনো আর্ন্তজাতিক চাপ নেই: সিইসি

পটুয়াখালী প্রতিনিধি || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৮:১৯, ২১ ডিসেম্বর ২০২২  
কমিশনের ওপর কোনো আর্ন্তজাতিক চাপ নেই: সিইসি

ছবি: সংগৃহীত

পটুয়াখালী (২১ ডিসেম্বর): নির্বাচন কমিশনের ওপর আর্ন্তজাতিক সম্প্রদায় কিংবা বিদেশি রাষ্ট্রদূতদের কোনো চাপ নেই বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেছেন, বিভিন্ন দূতাবাসের কর্মকর্তারা নির্বাচন নিয়ে যে বক্তব্য দিচ্ছেন তা সরকারের বিষয়। এ নিয়ে কমিশন কোনো মন্তব্য করবে না।

বুধবার পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম উদ্বোধনকালে সিইসি এসব কথা বলেন।

সিইসি বলেন, হাতে থাকা ইভিএমের মাধ্যমে ৫০ আসনে ভোটগ্রহণ সম্ভব। মেশিনের জন্য সরকারের কাছে প্রকল্প প্রস্তাবনা দেওয়া হয়েছে। মধ্য জানুয়ারিতে প্রস্তাবনাটি অনুমোদন হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে নির্বাচন নিয়ে সংশয় প্রকাশের সুযোগ নেই। যথাসময়ে ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণে কমিশন সম্পূর্ন সক্ষম।

বিএনপির নির্বাচনে অংশগ্রহণ নিয়ে সিইসি বলেন, বিএনপি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল। তারা অংশ নিলে নির্বাচন আরও আনন্দমুখর হবে।

মির্জাগঞ্জ উপজেলা পরিষদ অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে নির্বাচন কমিশনের সচিব মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ কে এম হুমায়ুন কবির, বরিশাল বিভাগীয় কমিশনার মো. আমিনুল আহসান, প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মাদ সায়েম, বরিশাল রেঞ্জের ডিআইজি এস এম আক্তারুজ্জামান, জেলা প্রশাসক মো. শরীফুল ইসলাম, পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম, মির্জাগঞ্জ উপজেলা চেয়ারম্যান খান মো. আবুবকর সিদ্দিক।

 

Nagad
Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়