বৃহস্পতিবার

২৮ মার্চ ২০২৪


১৪ চৈত্র ১৪৩০,

১৮ রমজান ১৪৪৫

অবরুদ্ধ বিএনপি কার্যালয়

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১২:৩৯, ৮ ডিসেম্বর ২০২২   আপডেট: ১২:৪১, ৮ ডিসেম্বর ২০২২
অবরুদ্ধ বিএনপি কার্যালয়

ছবি: সংগৃহীত

ঢাকা (০৮ ডিসেম্বর): বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ বেড়ে চলেছে। এর মধ্যেই আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ পর থেকে রাজধানী ঢাকার নয়াপল্টন এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। নয়াপল্টন জুড়ে পুলিশের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

সরোজমিনে দেখা যায়, বিএনপি কার্যালয়ের সামনে পুলিশের অবস্থান, সেখানকার রাস্তা পুরোপুরি বন্ধ। কার্যালয়ের সামনের রাস্তার দুই পাশে ব্যবসাপ্রতিষ্ঠানগুলো বন্ধ আছে। জরুরি কোনো প্রয়োজন ছাড়া পথচারীদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। 

এদিকে, কোনো যানবাহন যাতে ওই সড়কে প্রবেশ না করতে পারে, সে লক্ষ্যে বিজয়নগরের নাইটিংগেল মোড় ও ফকিরাপুল মোড়ে ব্যারিকেড বসিয়েছে পুলিশ।
 
এর পূর্বে, গতকাল বুধবার বিকেলে নেতা-কর্মীদের ভিড়ে রাস্তা বন্ধ হওয়া নিয়ে পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষে এক ব্যক্তি নিহত হন। এদিকে, সে সময় বিএনপির কয়েক শ’কর্মী আহত হয়েছে বলে গণমাধ্যমকে জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Nagad
Walton

সর্বশেষ