United Commercial Bank (UCB)

শুক্রবার

২৭ জানুয়ারি ২০২৩


১৪ মাঘ ১৪২৯,

০৪ রজব ১৪৪৪

গাইবান্ধা-৫ উপনির্বাচনে অনিয়ম

১৩৪ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে ইসি

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৬:৪৩, ১ ডিসেম্বর ২০২২  
১৩৪ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে ইসি

নির্বাচন কমিশন বাংলাদেশ

ঢাকা (০১ ডিসেম্বর): গাইবান্ধা-৫ আসনে উপনির্বাচনে অনিয়মের ঘটনায় রিটার্নিং কর্মকর্তাসহ ১৩৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।  

আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে ইসি কার্যালয়ে এ ব্যাপারে এক ব্রিফিংয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল এ কথা জানান।

১২৬ জন প্রিজাইডিং কর্মকর্তা, অতিরিক্ত জেলা প্রশাসক, রিটার্নিং কর্মকর্তা, একজন ম্যাজিস্ট্রেট ও পাঁচজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেবে ইসি। গাইবান্ধার অতিরিক্ত জেলা প্রশাসকের (সার্বিক) বিরুদ্ধে নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) আইন, ১৯৯১-এর বিধান অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা নিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি দেবে ইসি।

প্রিসাইডিং কর্মকর্তাদের মধ্যে ১২৫ জনের বিরুদ্ধে একই আইন অনুযায়ী বিভাগীয় ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ইসি চিঠি দেবে। এ ছাড়া একজন প্রিসাইডিং কর্মকর্তাকে ৫ জন এসআইয়ের বিরুদ্ধে একই আইন অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দেবে ইসি।

সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, যে ১২৫টি কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা দায়িত্ব পালনে অবহেলা করেছেন সব কর্মকর্তার নামের তালিকা তাদের নিজ নিজ নিয়োগকারী কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। নিয়োগকারী কর্তৃপক্ষ দায়িত্বপালনে অবহেলা তথা অসদাচারণের কারণে তাদের বিরুদ্ধে চাকরি বিধিমালা অনুযায়ী ব্যবস্থা নিয়ে কমিশনকে এক মাসের মধ্যে অবহিত করবে।

উল্লেখ্য, গত ১২ অক্টোবর গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে উপনির্বাচনে ভোট ছিল। অনিয়মের কারণে একপর্যায়ে পুরো ভোট গ্রহণ বন্ধ ঘোষণা করে ইসি।

Nagad

সর্বশেষ