হেফাজতের আমীর হাসপাতালে ভর্তি
চট্টগ্রাম ব্যুরো || বিজনেস ইনসাইডার

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর মাওলানা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী
চট্টগ্রাম (৩০ সেপ্টেম্বর): হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর মাওলানা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়।
হেফাজতে ইসলাম বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর ইদ্রিস আজ শুক্রবার গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, হেফাজতের আমীর পেট ব্যথা অনুভব করছিলেন, কিছু খেতে পারছিলেন না। তাই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
তিনি আরও জানান, হাসপাতালে ভর্তির পর মুহিবুল্লাহ বাবুনগরীকে বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা দিয়েছেন চিকিৎসকেরা। রিপোর্ট পাওয়ার পর তাঁর অসুস্থতার বিষয়ে সম্পর্কে জানা যাবে।
হেফাজতের আমীরের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে হেফাজতে ইসলাম। উল্লেখ্য, ২০২১ সালের আগস্টে হেফাজতে ইসলামের আমীর হন তিনি।