মঙ্গলবার

১৬ সেপ্টেম্বর ২০২৫


১ আশ্বিন ১৪৩২,

২৩ রবিউল আউয়াল ১৪৪৭

সাত খুনের আসামি নূর হোসেনের অস্ত্র মামলায় যাবজ্জীবন

নারায়ণগঞ্জ প্রতিনিধি || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৩:৩৭, ৪ আগস্ট ২০২২   আপডেট: ১৩:৪০, ৪ আগস্ট ২০২২
সাত খুনের আসামি নূর হোসেনের অস্ত্র মামলায় যাবজ্জীবন

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ (০৪ আগস্ট): নারায়ণগঞ্জে আলোচিত সাত খুনের মামলার মৃত্যুদণ্ড পাওয়া আসামি নূর হোসেনকে আদালত অস্ত্র মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। এর আগে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত এই আসামি রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন।

আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (দ্বিতীয়) সাবিনা ইয়াসমিনের আদালত এই রায় ঘোষণা করেন।

এ রায়ের সত্যতা নিশ্চিত করেছেন জেলা ও দায়রা জজ কোর্টের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মো. সালাহউদ্দীন সুইট।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১৪ সালে নূর হোসেনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ বাদী হয়ে এই অস্ত্র আইনে মামলা দায়ের করেছিল। ২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোড থেকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলামসহ সাতজন অপহৃত হন। ৩০ ও ৩১ এপ্রিল শীতলক্ষ্যা নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় হওয়া মামলায় জেলা ও দায়রা জজ আদালত নূর হোসেন, র‌্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ২৬ জনকে মৃত্যুদণ্ড প্রদান করেন।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়