মঙ্গলবার

২৩ এপ্রিল ২০২৪


১০ বৈশাখ ১৪৩১,

১৪ শাওয়াল ১৪৪৫

গাজীপুরে স্কয়ারের ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১৬ ইউনিট

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৬:০০, ২৩ মে ২০২২   আপডেট: ১৭:১৯, ২৩ মে ২০২২
গাজীপুরে স্কয়ারের ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১৬ ইউনিট

ছবি: বিজনেস ইনসাইডার বাংলাদেশ

গাজীপুর (২৩ মে): গাজীপুরের কালিয়াকৈতে অবস্থিত স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ওষুধ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডের খরব জানতে পেরে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে সেখানে কাজ করছে।

আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের সিনিয়র স্টাফ অফিসার মো.শাহজাহান শিকদার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, দুপুর সাড়ে ১২টার দিকে ওই কারখানার ভেতরে নতুন ইউনিটে আগুনের সূত্রপাত হয়।

এদিকে, ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার শাহজাদী সুলতানা বিজনেস ইনসাইডার বাংলাদেশকে জানিয়েছেন, অগ্নিকাণ্ডের ঘটনায় এখন ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। 

তিনি বলেন, আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

উল্লেখ্য, আগুন লাগার খবর পাওয়ার পর  প্রথম ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপক ৪টি  ইউনিট, এরপর ৮টি ইউনিট এবং বর্তমানে ইউনিটের সংখ্যা বাড়িয়ে ১৬টি ইউনিট সেখানে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। 

Nagad
Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়