শনিবার

২০ এপ্রিল ২০২৪


৭ বৈশাখ ১৪৩১,

১১ শাওয়াল ১৪৪৫

গোপালগঞ্জে বাস ও প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে ৭ জন নিহত

গোপালগঞ্জ প্রতিনিধি || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১২:৪১, ১৪ মে ২০২২  
গোপালগঞ্জে বাস ও প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে ৭ জন নিহত

ছবি: বিজনেস ইনসাইডার বাংলাদেশ

ফরিদপুর (১৪ মে): গোপালগঞ্জের কাশিয়ানীতে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন। এ মর্মান্তিক দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।

আজ শনিবার সকাল ১১টার দিকে কা‌শিয়ানীর মিল্টন বাজার এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে আহত ও নিহতদের পরিচয় জানা যায়নি।

কাশিয়ানির থানার ডিউটি অফিসার সৈয়দ জাকির হোসেন গণমাধ্যমকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ শনিবার বেলা এগারটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে, ঘটনাস্থল থেকে কাশিয়ানি থানার এসআই সিরাজুল ইসলাম গণমাধ্যমকে জানান, আজ বেলা এগারটায় ঢাকা-খুলনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। রাজিব পরিবহনের একটি বাস ঢাকা থেকে খুলনার  দিকে যাচ্ছিল। পথিমধ্যে খুলনা থেকে ঢাকাগামী একটি প্রাইভেটকারের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এদিকে, সংঘর্ষের মধ্যে একটি মোটরসাইকেলও ঢুকে পড়েছিল।  

এ ঘটনায় ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে বলে তিনি জানান।

এসআই সিরাজুল ইসলাম জানান, হতাহতদের উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা হাসপাতালে নিয়ে গেছেন। তবে, নিহতরা কে কোন পরিবহনের যাত্রী ছিলেন তা এ মুহূর্তে নিশ্চিত করে বলতে পারা যাচ্ছে না।

Nagad
Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়