বুধবার

২৪ এপ্রিল ২০২৪


১১ বৈশাখ ১৪৩১,

১৫ শাওয়াল ১৪৪৫

ঢাকা-ময়মনসিংহ রুটে পরিবহন ধর্মঘট প্রত্যাহার

ময়মনসিংহ প্রতিনিধি || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১২:১৮, ১৬ জানুয়ারি ২০২২  
ঢাকা-ময়মনসিংহ রুটে পরিবহন ধর্মঘট প্রত্যাহার

ছবি: সংগৃহীত

ময়মনসিংহ (১৬ জানুয়ারি): ঢাকা-ময়মনসিংহ রুটে ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতির ডাকা পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। আজ রবিবার সকাল সাড়ে ১০টা থেকে এ ধর্মঘট শুরু হওয়ার কথা ছিল।

সকালে ময়মনসিংহ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ধর্মঘট প্রত্যাহারের এ ঘোষণা দেয় জেলা মোটর মালিক সমিতি।

সংবাদ সম্মেলনে ময়মনসিংহ চেম্বারের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। পরিবহন নেতৃবৃন্দ জানান, যোগাযোগ সচিবের অনুরোধে এবং ২৬ জানুয়ারি বিভাগীয় কমিশনারের সঙ্গে বৈঠক আহ্বানের প্রেক্ষিতে ধর্মঘট প্রত্যাহারের সিদ্বান্ত নেয়া হয়েছে।

এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা মোটর মালিক সমিতির সভাপতি মমতাজ উদ্দিন, মহাসচিব মাহবুবুর রহমান, সম্পাদক সোমনাথ সাহা, চেম্বারের সিনিয়র সহ-সভাপতি শংকর সাহা।
    
উল্লেখ্য, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর-টঙ্গী অংশে দীর্ঘদিন ধরে যানজট ও সড়কের বেহাল দশাতে ভোগান্তির শিকার হয়ে ক্ষুব্ধ পরিবহন মালিক সমিতি এ ধর্মঘট আহ্বান করেছিল। এরও আগে ২ জানুয়ারি পরিবহন মালিক সমিতি এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ১৫ জানুয়ারির মাঝে মহাসড়কের ওই  অংশের সংস্কার দাবি করেছিল।

মোটর মালিক সমিতি জানিয়েছে, মহাসড়কের ওই অংশের জন্য আড়াই ঘণ্টার এ যাত্রাপথে এখন সময় লাগছে ৫ থেকে ৬ ঘণ্টা।

 

Nagad
Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়