মঙ্গলবার

১৬ সেপ্টেম্বর ২০২৫


১ আশ্বিন ১৪৩২,

২৩ রবিউল আউয়াল ১৪৪৭

‘আমার কর্মীদের আটক করা হচ্ছে’

নারায়ণগঞ্জ প্রতিনিধি || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১২:০৮, ১৪ জানুয়ারি ২০২২   আপডেট: ১৩:০৮, ১৪ জানুয়ারি ২০২২
‘আমার কর্মীদের আটক করা হচ্ছে’

ফাইল ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ (১৪ জানুয়ারি): নির্বাচনী প্রচারণা শেষ না হতেই নিজ পক্ষের নেতা-কর্মীদের আটক শুরু হয়েছে বলে অভিযোগ তুলেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়রপ্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার।

শুক্রবার সকালে নারায়ণগঞ্জে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তৈমুর আলম খন্দকার বলেন, আমি ইতোমধ্যে টের পেয়েছি, ঘুঘুর ফাঁদ দেখেছি। উনি (নানক) এই কথা বলার পর সিদ্ধিরগঞ্জে আমার নির্বাচনী সমন্বয়ক জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবিকে গ্রেফতার করা হয়েছে। সঙ্গে সঙ্গে রবির অফিস থেকে পোলিং এজেন্টদের গুরুত্বপূর্ণ কাগজ উধাও হয়ে গেছে।

উল্লেখ্য,  এর আগে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নানক বলেছেন— তৈমুর ঘুঘু দেখেছে, ঘুঘুর ফাঁদ দেখেনি।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়