বৃহস্পতিবার

০৬ নভেম্বর ২০২৫


২২ কার্তিক ১৪৩২,

১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

দৌলতদিয়া ঘাটে যানবাহনের দীর্ঘ সারি

রাজবাড়ী সংবাদদাতা || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১২:০৮, ৯ ডিসেম্বর ২০২১   আপডেট: ১২:০৯, ৯ ডিসেম্বর ২০২১
দৌলতদিয়া ঘাটে যানবাহনের দীর্ঘ সারি

ফাইল ছবি, সংগৃহিত

রাজবাড়ী (০৯ ডিসেম্বর): ঘন কুয়াশার কারণে তিন প্রায় ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় রাজবাড়ীর দৌলতদিয়া পদ্মা পারের ঘাটের নিকটবর্তী রাস্তায় অপেক্ষায় রয়েছে সাত শতাধিক যানবাহন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, তীব্র কুয়াশার ফলে গতকাল বুধবার রাত আড়াইটার দিকে মাঝ নদীতে ফেরির আলো অস্পষ্টতার কারণে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে ঘাট কর্তৃপক্ষ। এতে তিন ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া প্রান্তে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।  এ সময় বিভিন্ন স্থান মিলিয়ে মোট সাত শতাধিক যানবহন পারের অপেক্ষায় আটকে যায়। 

তারা আরও জানায়, কুয়াশার ঘনত্ব কমে এলে আজ বৃহস্পতিবার  ভোর থেকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়। এর ফলে, সকালে ধীরগতিতে গাড়ির সারিগুলোকে সামনে এগোতে দেখা গেছে। 

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক মো. জামাল হোসেন গণমাধ্যমকে জানান, ‌কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে রাত ২টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। পরবর্তীকালে কুয়াশার ঘনত্ব কমে এলে ভোর ৫টার পর থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

তিনি আরও জানান, এর ফলে, ফেরি বন্ধ থাকায় ঘাট এলাকায় নদী পারের অপেক্ষায় শত শত যানবাহন আটকা পড়ে।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়