বৃহস্পতিবার

২৫ এপ্রিল ২০২৪


১২ বৈশাখ ১৪৩১,

১৬ শাওয়াল ১৪৪৫

কক্সবাজারে ‘বন্দুকযুদ্ধে’ ২ জন নিহত

কক্সবাজার প্রতিনিধি || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৩:৫২, ৬ ডিসেম্বর ২০২১  
কক্সবাজারে ‘বন্দুকযুদ্ধে’ ২ জন নিহত

ছবি: সংগৃহীত

কক্সবাজার প্রতিনিধি (০৬ ডিসেম্বর): কক্সবাজারের চকরিয়ায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২ জন নিহত হয়েছেন। আজ সোমবার ভোরে চকরিয়ায় উপজেলার পূর্ব বড় ভেওলা এলাকায় এ ঘটনা ঘটে।

র‌্যাবের জানিয়েছে, নিহতরা ডাকাত দলের সদস্য। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। অবশ্য, তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। 

কক্সবাজার র‍্যাব-১৫ এর সিপিসি কমান্ডার মেজর শেখ ইউসূফ আহমেদ গণমাধ্যমকে জানান, ভোরে পূর্ব বড় ভেওলা এলাকায় একটি সংঘবদ্ধ ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে অভিযানে যায় র‍্যাব। উপস্থিতি টের পেয়ে গুলি চালাতে থাকে ডাকাতরা। আত্মরক্ষার্থে র‍্যাবও গুলি চালায়। গোলাগুলি থেমে গেলে ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয়। পরে আরও দুইজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাদেরকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে ৩টি দেশীয় অস্ত্র, ৬ রাউন্ড গুলি ও ৪ রাউন্ড কার্তুজসহ নানা সরঞ্জাম উদ্ধার করা হয়।  

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ ওসমান গণিও গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। 

তিনি জানান, ওই খবর পেয়ে থানার একদল পুলিশ হাসপাতালে গিয়ে নিহত দুইজনের লাশ হেফাজতে নিয়ে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
 

Nagad
Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়