শুক্রবার

১৯ এপ্রিল ২০২৪


৬ বৈশাখ ১৪৩১,

১০ শাওয়াল ১৪৪৫

ব্রিটেনের লাল তালিকা থেকে বাংলাদেশ প্রত্যাহার

ডেস্ক রিপোর্ট || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২২:০৩, ১৮ সেপ্টেম্বর ২০২১   আপডেট: ২২:০৫, ১৮ সেপ্টেম্বর ২০২১
ব্রিটেনের লাল তালিকা থেকে বাংলাদেশ প্রত্যাহার

ছবি: সংগৃহীত

ঢাকা (১৮ সেপ্টেম্বর): বাংলাদেশকে ভ্রমণ নিষেধাজ্ঞার লাল তালিকা থেকে প্রত্যাহার করেছে যুক্তরাজ্য। বুধবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে এপি এক রিপোর্টে জানিয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ব্রিটেনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বাংলাদেশের অনুরোধ বিবেচনা করার জন্য ব্রিটিশ সরকারকে ধন্যবাদ জানিয়েছেন।

বাংলাদেশ ছাড়াও আরো সাতটি দেশকে ভ্রমণ বিধিনিষেধ (লাল তালিকা) থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এগুলো হলো তুরস্ক, পাকিস্তান, মালদ্বীপ, মিশর, শ্রীলঙ্কা ওমান এবং কেনিয়া।

একই সঙ্গে এখন থেকে বাংলাদেশ থেকে যাওয়া যাত্রীদের আর ১০ দিনের হোটেল কোয়ারেন্টাইনে থাকার প্রয়োজন হবে না।

পররাষ্ট্রমন্ত্রী মোমেন এক ভিডিও বার্তায় বলেছেন, ‘এটা খুব ভালো খবর। সাম্প্রতিক যুক্তরাজ্য সফরের সময় আমি ব্রিটেনের সরকারকে লাল তালিকা থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার অনুরোধ করেছিলাম।’

তিনি যুক্তরাজ্য সরকারকে বলেছেন যে, দুই দেশ কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদযাপন করছে। এ অবস্থায় বাংলাদেশকে লাল তালিকায় রাখার সিদ্ধান্ত যৌক্তিক নয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বর্তমানে বিদেশ সফরে থাকা পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা ব্রিটিশ সরকারকে ধন্যবাদ জানাই। তাদের কাছে আমরা কৃতজ্ঞ।’

 

Nagad
Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়