বৃহস্পতিবার

২৫ এপ্রিল ২০২৪


১২ বৈশাখ ১৪৩১,

১৫ শাওয়াল ১৪৪৫

বঙ্গবন্ধু-ম্যান্ডেলা কৃষি গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠার প্রস্তাব ঢাকার

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২৩:৫১, ২৪ আগস্ট ২০২১   আপডেট: ২৩:৫২, ২৪ আগস্ট ২০২১
বঙ্গবন্ধু-ম্যান্ডেলা কৃষি গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠার প্রস্তাব ঢাকার

ছবি: অফ্রিকার কৃষি, ভূমি সংস্কার ও পল্লী উন্নয়ন মন্ত্রী অ্যাঙ্গেলা থোকোদিদিজার সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন

ঢাকা (২৪ আগস্ট): বঙ্গবন্ধু-ম্যান্ডেলা কৃষি গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠার জন্য দক্ষিণ আফ্রিকাকে প্রস্তাব দিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

সোমবার দক্ষিণ অফ্রিকা সফররত পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন দেশটির কৃষি, ভূমি সংস্কার ও পল্লী উন্নয়ন মন্ত্রী অ্যাঙ্গেলা থোকোদিদিজার সঙ্গে সাক্ষাতকালে এ প্রস্তাব দেন। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

এসময় দক্ষিণ অফ্রিকান মন্ত্রী এ ব্যাপারে আলোচনার জন্য দুই দেশের  কৃষি বিশেষজ্ঞদের দায়িত্ব দেওয়া যেতে পারে বলে জানান।

দক্ষিণ অফ্রিকার বিপুল অব্যবহৃত জমিতে যৌথভাবে দুদেশ কৃষি প্রকল্প হতে পারে বলে প্রস্তাব দেন পররাষ্ট্রমন্ত্রী।  দক্ষিণ অফ্রিকা ও বাংলাদেশ পরিবেশ বিশেষত বন, মৎস্য, ভূমি সংস্কার এবং অন্যান্য খাতে যৌথভাবে কাজ করতে পারে বলে জানান দক্ষিণ অফ্রিকান মন্ত্রী অ্যাঙ্গেলা থোকো। পররাষ্ট্রমন্ত্রী এসময় কোভিড-১৯ মোকাবিলায় বাংলাদেশের উদ্যোগগুলো অবহিত করেন দেশটির কৃষিমন্ত্রীকে।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এসময় বাংলাদেশের কৃষিখাতে নারীর যে ব্যাপক ক্ষমতায়ন হয়েছে সে সম্পর্কে অবহিত করেন।

 

Nagad
Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়