Notice: Undefined index: HTTP_REFERER in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 2

Notice: Undefined index: HTTP_ACCEPT_LANGUAGE in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 14
সৌদিতে বাংলাদেশী হজ্বযাত্রীর মৃত্যু

বৃহস্পতিবার

০৩ জুলাই ২০২৫


১৯ আষাঢ় ১৪৩২,

০৭ মুহররম ১৪৪৭

সৌদিতে বাংলাদেশী হজ্বযাত্রীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১১:৫১, ১৩ জুন ২০২২   আপডেট: ১৬:০৯, ২৫ জুন ২০২২
সৌদিতে বাংলাদেশী হজ্বযাত্রীর মৃত্যু

ছবি: সংগৃহীত

ঢাকা (১৩ জুন): সৌদি আরবে হজ্ব করতে যাওয়া মো. জাহাঙ্গীর কবির (৫৯) নামের এক বাংলাদেশী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত শনিবার মক্কায় তিনি মারা যান। তার বয়স ৫৯ বছর। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা।

তার পাসপোর্ট নম্বর ‘A 01012228’। ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা-সংক্রান্ত পোর্টাল সূত্রে এসব তথ্য জানা গেছে।

মো. জাহাঙ্গীর কবির ১১ জুন সৌদি আরবে মারা যান। তবে, তার মৃত্যুর কারণ প্রাথমিকভাবে জানা যায়নি। এবারের হজ্ব মৌসুমে এই প্রথম কোনো বাংলাদেশী সৌদি আরবে মৃত্যুবরণ করলেন। উল্লেখ্য, গত ৫ জুন থেকে মোট ৭ হাজার ৫৭৩ জন হজ্বযাত্রী সৌদি আরব পৌঁছন।  

সৌদি আরবে নিযুক্ত মৌসুমি হজ্ব অফিসার মোহাম্মদ মাহবুব আলম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সৌদিতে হজ্বযাত্রী পরিবহনে ১২ জুন পর্যন্ত ১৯টি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ১১টি, সৌদি এয়ারলাইনস ৫টি ও ফ্লাইনাস ৩টি ফ্লাইটে হজযাত্রী নিয়ে গেছে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই সৌদি আরবে পবিত্র হজ্ব অনুষ্ঠিত হবে। এবার বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৫৮৫ জন হজ্ব পালনের সুযোগ পাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৫৮৫ জন হজ্বে যেতে পারবেন। এবার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অনুমোদিত ৩৫৯টি হজ্ব এজেন্সির মাধ্যমে হজ্ব কার্যক্রম পরিচালিত হচ্ছে।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়