বৃহস্পতিবার

২৮ মার্চ ২০২৪


১৪ চৈত্র ১৪৩০,

১৮ রমজান ১৪৪৫

কাতারে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশী শিক্ষার্থী নিহত

আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৪:২৪, ২৭ মার্চ ২০২২   আপডেট: ১৪:২৬, ২৭ মার্চ ২০২২
কাতারে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশী শিক্ষার্থী নিহত

ছবি: সংগৃহীত

ঢাকা (২৭ মার্চ): কাতারে সড়ক দুর্ঘটনায় তিন প্রবাসী বাংলাদেশী শিক্ষার্থী নিহত হয়েছেন। গতকাল শনিবার আনুমানিক রাত নয়টার দিকে আল-সামাল সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— কাতার প্রবাসী চট্টগ্রামের নূরুল ইসলামের ছেলে ইসরান (২২), সিলেটের ইকবাল আহমেদের ছেলে আহমেদ সাফওয়ান (২১) ও ফেনীর ফজলুল হকের ছেলে আজহারুল হক জয় (২২)। 

কাতারস্থ বাংলাদেশী কমিউনিটি সূত্রে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশী কমিউনিটি সূত্রে জানা যায়, এই তিন শিক্ষার্থীর গাড়িটির চাকা নষ্ট হয়ে যাওয়ায় রাস্তায় রেখেই তারা ঠিক করেছিলেন। সে সময় হঠাৎ একটি দ্রুতগামী গাড়ি তাদের গাড়িকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজন মারা যান। গুরুতর আহত দুইজনকে হাসপাতালে নেওয়ার পর মারা যান।

তারা আরও জানিয়েছে, তারা মা-বাবাসহ পরিবারের সঙ্গে কাতারে বাস করতেন। এদের একজন বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজ থেকে ২০২০ সালে উচ্চমাধ্যমিক পাস করেন, বাকিরা ভারতীয় শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এ বছর উচ্চমাধ্যমিক পাস করেন।

নিহত শিক্ষার্থীদের মরদেহ স্থানীয় দোহা হামাদ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সড়কে ওই তিন শিক্ষার্থীর মৃত্যুতে বাংলাদেশ কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

Nagad
Walton

সর্বশেষ