United Commercial Bank (UCB)

মঙ্গলবার

৩০ মে ২০২৩


১৬ জ্যৈষ্ঠ ১৪৩০,

০৯ জ্বিলকদ ১৪৪৪

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে বাংলাদেশির মৃত্যু

আন্তজার্তিক ডেস্ক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৩:৫০, ১২ মার্চ ২০২২   আপডেট: ১৩:৫২, ১২ মার্চ ২০২২
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে বাংলাদেশির মৃত্যু

ছবি: আনন্দবাজার পত্রিকা

ঢাকা (১২ মার্চ): ভারতের কলকাতার ফ্রি স্কুল স্ট্রিটে একটি হোটেলে অগ্নিকাণ্ডে বাংলাদেশি এক নারীর মৃত্যু হয়েছে। রাহবার গেস্ট হাউজ নামে ওই হোটেলে শনিবার ভোররাতে অগ্নিকাণ্ড ঘটে বলে জানা গেছে। খবর আন্দবাজার পত্রিকা। 

আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, নিহত বাংলাদেশির নাম সামিমাতুল আরা, তার বয়স ৬০ বছর। আগুন লাগার পর এই বৃদ্ধাকে বের করা সম্ভবপর হয়নি। পরে তার দগ্ধ লাশ উদ্ধার করা হয়।

পত্রিকাটি আরও জানায়, মইনূল হক (৩৫) নামে এক বাংলাদেশিকে অসুস্থ অবস্থায় এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। মেহাতাব আলম নামে আরেকজনকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বাসিন্দা। 

কলকাতার আরেক পত্রিকা সংবাদ প্রতিদিন জানায়, ভারতে চিকিৎসা করাতে যাওয়া ২৮ বাংলাদেশি ছিলেন ওই হোটেলে।

কলকাতা নিউ মার্কেটের কাছের এই হোটেলটিতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। আগুনে হোটেলটির ১১টি ঘর পুড়ে যায়।হোটেলের এক কর্মী জানান, হোটেলের দোতলার অভ্যর্থনা কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়, পরে তা ছড়িয়ে পড়ে। অগ্নিনির্বাপক বাহিনী তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। 
 

Nagad

সর্বশেষ

পাঠকপ্রিয়